• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তে ১৯ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:২২ এএম
সীমান্তে ১৯ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ  : চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তাদের পুশ ইন করা হয়। 

পরে চান শিকারী বিওপির বিজিবি টহল দল তাদের আটক করে। অটককৃতদের মধ্যে ছয়জন নারী, ১০ জন পুরুষ ও তিন শিশু রয়েছে। 

মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। 

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৫ হতে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কাছে হস্তান্তর করে। 

পরে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।

পিএস

Wordbridge School
Link copied!