• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্যাংক সরানোর ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


চাঁদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:০১ পিএম
ব্যাংক সরানোর ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁদপুর: মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৮৮ সালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনে কৃষি ব্যাংকের এ শাখার যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৮ বছর ধরে সুনামের সঙ্গে কার্যক্রম চালিয়ে আসছে ব্যাংকটি। বিদ্যালয়ের তহবিল থেকে ব্যয় করে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি একটি মহলের প্ররোচনায় শাখাটি অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা চাই ব্যাংকের শাখা এখানেই থাকুক। কেউ যদি অন্যত্র সরানোর চেষ্টা করে, আন্দোলনের মাধ্যমে আমরা তা প্রতিহত করব। যেকোনো মূল্যে এ ব্যাংক এখানে রাখব।”

তারা জানান, এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক শাখা এবং চাঁদপুর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির উপদেষ্টা আবুল হোসেন খন্দকার, আহ্বায়ক মোবারক হোসেন প্রধান, সদস্য সচিব কামাল হোসেন, সদস্য শাহাবুদ্দীন ভূঁইয়া, খন্দকার রেজওয়ান, মো. আলাল, আব্দুল আউয়াল, ওচমানগনী মাষ্টার, এটিএম আব্দুল জলিল, মো. তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন ফকির, বোরহান, আব্বাস উদ্দিন সিরাজ, ফজলুল হক মাষ্টার ও নুরুল হুদা ফয়েজী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের হাজারো মানুষ অংশ নেন। আয়োজনে ছিলেন নাউরী এলাকার সর্বস্তরের জনগণ।

এসএইচ
 

Wordbridge School
Link copied!