• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজ দোকান থেকেই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


নেত্রকোনা প্রতিনিধি  অক্টোবর ৭, ২০২৫, ০১:০১ পিএম
নিজ দোকান থেকেই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা এলাকায় নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানীকে তার নিজ দোকানে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে জানা গেছে।

নিহত নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা এলাকায় থাকা নারায়ণ স্টোর নামে একটি মুদি দোকানের মালিক এবং পৌরশহরের সাত নম্বর ওয়ার্ডের রাউতপাড়া মহল্লার নৃপেন্দ্র পালের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও দোকান পরিচালনা করেন নারায়ণ পাল। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পিএস

Wordbridge School
Link copied!