ছবি: প্রতীকী
নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামের এক গ্রাম্য কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রোববার (১২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই কলেজছাত্রী (১৮) দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। তিনি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং একাদশ শ্রেণিতে পড়ছেন। অভিযুক্ত মোহাম্মদ আলী বাঐপাড়া গ্রামের বাসিন্দা এবং এলাকায় গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে এলাকার এক বৃদ্ধকে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। কয়েক মাস আগে তিনি ওই কলেজছাত্রীর ওপর কু-প্রস্তাব দেন, যা ছাত্রী গ্রহণ করেননি। তারপর গত ৭ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে বাইরে আসার সময় তাকে মুখে চেপে ধরে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করেন। পরে কাউকে জানালে শাস্তি হবে বলে হুমকি দেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মামলা হয়েছে এবং অভিযুক্ত মোহাম্মদ আলী এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।
এসএইচ







































