• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনের আগ মুহূর্তে যে কারণে চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার 


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৩, ২০২৫, ০৫:৪২ পিএম
নির্বাচনের আগ মুহূর্তে যে কারণে চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার 

ছাত্রদল নেতা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগ মুহূর্তে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে আজীবনের জন্য সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। অভিযোগ, তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলা করেছেন।

তবে বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে চাকসু নির্বাচনের সময় চবি ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল এবং বিদ্রোহী প্যানেল গঠন। সিনিয়র সহ-সভাপতি হয়েও নিজের ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত না করতে পারায় মামুন কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে ‘সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’ নামে স্বতন্ত্র প্যানেল গঠন করেন। ওই প্যানেল থেকে ভিপি, জিএস, এজিএসসহ সাতটি পদে ছাত্রদলের নেতাকর্মীরা প্রার্থী হন।

কেন্দ্রীয় ছাত্রদল ওই বিদ্রোহী প্যানেল ঠেকাতে কঠোর অবস্থান নেয়। এই প্রক্রিয়ায় ভিপি প্রার্থী সাইদ রেদোয়ান ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসাইন প্রার্থিতা প্রত্যাহার করেন। তবে বাকি প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণে অনড় থাকায় শাখা নেতাকে দায়ী করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

ছাত্রদলের কিছু নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, “মামুন ফ্যাসিস্ট শাসনামলে জেল-জুলুম ও রিমান্ড সহ্য করে ছাত্রদলে সক্রিয় ছিলেন। চাকসু নির্বাচনে তার ত্যাগী কর্মীদের মূল্যায়ন হয়নি। তাই নির্বাচন অংশগ্রহণ তার গণতান্ত্রিক অধিকার।”

মামুনুর রশিদ মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, ২০২৩ সালে কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চবি শাখার পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মামুনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল।

এসএইচ
 

Wordbridge School
Link copied!