• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, মিয়ানমার নাগরিক নিহত


কক্সবাজার প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৫, ০৩:২৩ পিএম
সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, মিয়ানমার নাগরিক নিহত

ছবি : প্রতিনিধি

কক্সবাজার: বান্দরবানের আলীকদম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ফের স্থলমাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশি আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পৌয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের হটাও-মগপাড়া এলাকায়।

বিজিবি  জানায়, সকাল আনুমানিক ১০টার দিকে দুই জুমচাষী নিজেদের জুমবাগানে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে পড়েন। এতে ঘটনাস্থলেই মিয়ানমার নাগরিক মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মিয়ানমারের নতুনপাড়া গ্রামের বাসিন্দা এবং তাংলাই ম্রোর ছেলে।

অন্যদিকে আহত হয়েছেন বাংলাদেশি নাগরিক ম্যাংসার মোরং (৩০), তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার শাংওয়ান ম্রোর ছেলে। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি নিজ গ্রামে ফিরে আসেন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। এতে একজন মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যাতে কোনো প্রভাব না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমারের সীমান্তঘেঁষা বান্দরবানের বিভিন্ন স্থানে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি হতাহত হয়েছেন।

পিএস

Wordbridge School
Link copied!