ছবি: প্রতিনিধি
ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপির হাজারো নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা।
তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি। মা-বোনদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। বিএনপি জনগণের ভোট ও আস্থার ওপরই নির্ভর করে।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দ্রাকান্দি ভূঁইয়া বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, “ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল—দেশ এখন নির্বাচনের পথে। বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের চেষ্টা করছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নেব।”
তিনি আরও বলেন, “বিগত সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে আনতে গিয়ে বিএনপির হাজারো নেতাকর্মী হামলা, মামলা, হত্যা ও গুমের শিকার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত।”
খালেদা জিয়া ও তারেক রহমানের বিষয়ে তানভীর হুদা বলেন, “২০১৮ সালে মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়, চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। তারেক রহমানকে হত্যাচেষ্টার মুখে ফেলেছিল তারা। কিন্তু কোটি মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তারা এখনো বেঁচে আছেন।”
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষের মন জয় করতে হলে তাদের পাশে থাকতে হবে, সমস্যা শুনতে হবে। দলের মধ্যে কোনো বাহাদুরি বা চাঁদাবাজি চলবে না। মানুষের ভালোবাসাই বিএনপির আসল শক্তি।”
সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আরশাদ বেপারী। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান প্রধান।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান বেপারী, উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএইচ







































