• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কক্সবাজারে দুই’শ লিটার মদসহ মিনিট্রাক জব্দ


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৭, ২০২৫, ০৭:৩৭ পিএম
কক্সবাজারে দুই’শ লিটার মদসহ মিনিট্রাক জব্দ

ছবি : প্রতিনিধি

কক্সবাজার: কক্সবাজারে অভিযান চালিয়ে দুই’শ লিটার চোলাইমদ জব্দ করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। 

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৬ টায় শহরের বৌদ্ধ মন্দির সড়কে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয় বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলদীঘির উত্তর পাড়ে পুলিশের উপস্থিতি টের পেলে একটি মিনি ট্রাক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে মিনি ট্রাকটি বৌদ্ধ মন্দির সড়কে ফেলে রেখে গাড়ির ড্রাইভার ও সহকারী পালিয়ে যায়। পরে মিনি ট্রাকটিতে তল্লাশি করে ১০ বস্তা চোলাই মদ উদ্ধার করা হয়। যার পরিমাণ দুই’শ লিটার। 

পিএস

Wordbridge School
Link copied!