ছবি: প্রতিনিধি
নীলফামারীতে দীর্ঘদিনের একমাত্র চলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগে ১৫টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী কবিরাজ পাড়া গ্রামের এই পরিবারগুলো রাস্তাটি দিয়ে বাজার, স্কুল, মসজিদ ও হাসপাতালে যাতায়াত করতেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি সেতু নামের এক ব্যক্তি রাস্তার উপর দোকান ঘর নির্মাণ করলে চলাচল বন্ধ হয়ে গেছে। এতে গ্রামের মানুষদের দৈনন্দিন যাতায়াত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী আঞ্জুয়ারা সুমি বলেন, ‘আমরা প্রায় ৫০ বছর ধরে এই রাস্তায় চলাচল করছি। এখন হঠাৎ করে পুরো পথ বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে।” রুবি বেগম বলেন, “বাজারে যাওয়ার জন্য অনেক দূর ঘুরে যেতে হয়। বৃদ্ধদের জন্য এটি অত্যন্ত কষ্টকর।” শিার্থী ফারজানা আক্তার বলেন, “দোকান ঘর নির্মাণের কারণে স্কুলে যেতে অনেক সময় লাগে, অনেক দুর ঘুরে যেতে হচ্ছে।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেতু বলেন, যে জায়গায় দোকান ঘর নির্মাণ করেছি, তা তার। “তাদের অভিযোগ সত্য নয়। তাদের চলাচলের রাস্তা রয়েছে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসএইচ







































