• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ


নীলফামারী প্রতিনিধি   অক্টোবর ২৮, ২০২৫, ০৭:২৪ পিএম
নিজ গ্রামে সংবর্ধনা পেলেন রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদ

ছবি : প্রতিনিধি

নীলফামারী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নীলফামারীর কৃতি সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নিজ গ্রাম নীলফামারী সদর উপজেলার দণি দোনদরি দাখিল মাদ্রাসা মাঠে এই সংবর্ধনার আয়োজন করেন স্টার স্পোর্টিং কাব ও গ্রামবাসী।

সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আলী হোসেনের সভাপতিত্বে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, ভিপি জাহিদের গর্বিত পিতা  মোজহারুল ইসলাম এবং জামায়াত নেতা আব্দুল হান্নান প্রমূখ।

অনুষ্ঠানে ভিপি জাহিদকে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিরা ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন।

এ সময় মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভিপি নির্বাচিত হওয়ার পর গ্রামে এসে মানুষের যে ভালোবাসা পেলাম তাতে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসার আস্থা যেন রাখতে পারি এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি বলেন, আমরা রাকসু নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহার অনুযায়ী কাজ করব।

পিএস

Wordbridge School
Link copied!