• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩


পাবনা প্রতিনিধি অক্টোবর ২৮, ২০২৫, ০৯:২১ পিএম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে মঞ্চের সামনে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন—দুজনের মধ্যে কে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন তা নিয়ে শুরু হয় দলীয় নেতাকর্মীদের মধ্যে তর্কবিতর্ক। একপর্যায়ে বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে দলের সিনিয়র নেতারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুষ্ঠান শুরু হয়।

তবে কিছু সময় পর মঞ্চের পশ্চিম পাশে আবারও সংঘর্ষ বাধে। চেয়ার ও লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হন উভয় পক্ষের নেতা–কর্মীরা। এতে ছাত্রদল নেতা তাজ, হুমায়ুন ও সাহাবুদ্দীন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, “যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে একটা বিশৃঙ্খলায় আমাদেরই তিনজন আহত হয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!