• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩৫ হাজার টাকা বেতনসহ ২১ দফা ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন


নীলফামারী প্রতিনিধি নভেম্বর ১, ২০২৫, ০৪:৩৫ পিএম
৩৫ হাজার টাকা বেতনসহ ২১ দফা ২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর ও রুনি হত্যার বিচারসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিক ইউনিয়ন নীলফামারী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববি, হাসান রাব্বী প্রধান, মঞ্জুরুল আলম সিয়াম, আসাদুজ্জামান টিপু, মোস্তাফিজুর রহমান সবুজ এবং মিল্লাদুর রহমান মামুন।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত সাংবাদিকরা দেশের সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক হত্যার বিচারের দাবিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, যাতে তাদের ন্যায্য বেতন ও সুরক্ষা নিশ্চিত হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!