• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খেলনা পিস্তল দিয়ে কানের দুল ছিনতাই, ভাইরাল দুই আসামি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি নভেম্বর ২, ২০২৫, ০৭:৩৫ পিএম
খেলনা পিস্তল দিয়ে কানের দুল ছিনতাই, ভাইরাল দুই আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে প্রকাশ্যে এক গৃহবধুকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করা ভাইরাল দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটককৃতরা হলেন শরীফুল ইসলাম ওরফে ‘ডন শরীফ’ এবং তার সহযোগী রায়হান মোল্যা।

শনিবার (১ নভেম্বর) সকালে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, পালসার মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া কিছুদিন আগে পাবনা থেকে চুরি হওয়া একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো। এছাড়া তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিল। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ ১০টির বেশি মামলা রয়েছে।

আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর সদর উপজেলার উত্তর শোভারামপুর এলাকায় নিজের বাড়ির সামনে থেকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করার পুরো ঘটনাটি সিসি টিভি ফুটেজে ধরা পড়ে এবং তা মুহূর্তে ভাইরাল হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!