• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুয়াকাটায় ৩৫ মণ জাটকা জব্দ


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৫, ১১:১০ এএম
কুয়াকাটায় ৩৫ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রতিটি বাসচালককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (০২ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। অভিযানে মৎস্য বিভাগ ও কলাপাড়া থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে প্রতিটি পরিবহনে বিশেষ তল্লাশি চালিয়ে একাধিক বস্তায় ভরা ছোট আকারের ইলিশ মাছ পাওয়া যায়। মৎস্য কর্মকর্তারা জানান, জব্দ করা মাছগুলোর দৈর্ঘ্য ছিল গড়ে ১০ ইঞ্চি, যা স্পষ্টতই জাটকা হিসেবে শনাক্ত হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদীক বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার প্রতি বছর ৮ মাসের জন্য জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কেউ এ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মৎস্য কর্মকর্তারা আরও জানান, জাটকা সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অল্প বয়সী জাটকা ধরা অব্যাহত থাকলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এম

Wordbridge School
Link copied!