• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রিমনের পদত্যাগ


লক্ষ্মীপুর প্রতিনিধি নভেম্বর ৩, ২০২৫, ০৩:৪১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রিমনের পদত্যাগ

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন সংগঠন থেকে পদত্যাগ করেছেন। রোববার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে রিমন লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গর্বের প্ল্যাটফর্ম। এটি কারও ব্যক্তিগত সংগঠন নয়, এটি বাংলাদেশের ছাত্রজনতার সংগঠন—বিপ্লবীদের সংগঠন। কিন্তু একটি গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে এই আন্দোলনকে হাসির পাত্রে পরিণত করেছে।’

তিনি আরও লেখেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। তবে মনে করি, বিপ্লবীদের সংগঠন হবে বিপ্লবীদের মাধ্যমে, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতের পুতুল হয়ে নয়। যখন খুশি খুললাম, যখন খুশি বন্ধ করলাম—এমন আচরণ কোনো বিপ্লবী সংগঠনের হতে পারে না।’

শেষে তিনি উল্লেখ করেন, ‘তাই সকল বিবেচনায় আমি লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। বিপ্লবীরা কখনও কারও হাতের পুতুল নয়, তারা স্বাধীন, তারা কাউকে ভয় করে না।’

রিমনের এই পদত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ সংগঠনের অভ্যন্তরীণ বিষয়গুলো স্বচ্ছভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!