ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার খালে নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভাগ্যে পড়েছে এলাকাবাসী। এ সমস্যার দ্রুত সমাধান চেয়ে সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন, র্যালী ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
ব্রিজ সংলগ্ন সড়কের দু’পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন। বক্তারা জানান, ধোপার খালে ব্রিজের কাজ ২০২১-২০২২ অর্থবছরে শুরু হলেও, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকা সত্ত্বেও ব্রিজের মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় সাধারণ মানুষ এখন বিকল্প কাঠের ঝক্কর ভাঙ্গাচুরা ব্রিজ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দর ও তিনটি বাজারের হাজার হাজার নারী, শিশু ও রোগীর যাতায়াত কঠিন হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ করার জোর দাবি জানান।
বক্তারা ছিলেন-ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।
এসএইচ







































