• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুবর্ণচরে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৯ পিএম
সুবর্ণচরে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি: প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিএনপি ও যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ এবং পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত ও পদ স্থগিত নেতাদের আবেদনের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট দলীয় সিনিয়র নেতাদের মতামতের আলোকে তাদের বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

সদস্য পদ ফিরে পাওয়া দুই নেতা হলেন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন ও সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তারা এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলার মধ্যে থেকে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে আশা করছে বিএনপি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকে এই খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন। স্থানীয় পর্যায়ের নেতারা আশা করছেন, এতে উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ নভেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জামাল উদ্দিন গাজীকে এবং গত ৮ আগস্ট যুবদলের দপ্তর সম্পাদক এম. এন. ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেলাল হোসেন সুমনকে বহিষ্কার করা হয়েছিল।

এসএইচ 

Wordbridge School
Link copied!