• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জীবননগরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৪ পিএম
জীবননগরে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতি

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

ডাকাত দলের সদস্যরা বাস চালকের হাতে আঘাত করে ৭-৮ জন যাত্রীদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পূর্বাশা পরিবহন জীবননগরের সন্তোষপুর- আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতরা। এরপর ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীহাহী পূর্বাশা পরিবহন ইকো পার্কের সামনে পৌঁছালে দেশীয় চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে প্রথমে পরিবহনের চালক মো. ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। পরে তারা বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌছাই। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!