• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রকল্পের কাজ করে ঠিকাদারের বিল না দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে


পাবনা প্রতিনিধি নভেম্বর ২৯, ২০২৫, ১১:১৮ এএম
প্রকল্পের কাজ করে ঠিকাদারের বিল না দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রকল্পের কাজ করার পর ঠিকাদারের প্রাপ্য বিল না দেওয়ার অভিযোগ উঠেছে খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠুর বিরুদ্ধে।

বিল পরিশোধের দাবিতে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলো মানববন্ধন করেছেন ভুক্তভোগী ঠিকাদার ও এলাকাবাসী। 

মাানববন্ধনে ঠিকাদার মাসুদ রানা আপেল বলেন, ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার ও মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের বরাদ্দ পাওয়ার পর তাকে কাজ বাস্তবায়নের দায়িত্ব দেন ইউপি চেয়ারম্যান মিঠু। অভিযোগ রয়েছে, আপেল কাজ সম্পন্ন করার পর বিল উত্তোলনের জন্য চেয়ারম্যানের কাছে বহুবার যোগাযোগ করলেও তিনি “দেবো, দিচ্ছি” এমন আশ্বাস দিয়ে প্রায় দুই বছর ধরে বিল প্রদান করেছেন না। ন্যায্য বিল না পেয়ে আর্থিক সংকটে পড়েন ঠিকাদার। ধার দেনা করে শ্রমিকদের বিল পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। এ কারণে বিল পরিশোধের দাবিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেন ঠিকাদার আপেল।

মানববন্ধনে বক্তব্য দেন ঠিকাদার মাসুদ রানা আপেল, জাহিদ হাসান, আশিকুর রহমানসহ এলাকাবাসী। তারা বলেন, পরিশ্রম করে কাজ করেও যদি ঠিকাদার প্রাপ্য বিল না পান, তাহলে উন্নয়নমূলক কাজে মানুষের আস্থা নষ্ট হবে। এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে ঠিকাদারের পাওনা পরিশোধ করার দাবি জানান তারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি তাকে কোনো প্রকল্পের কাজই দেইনি। সাবেক এমপি পুত্র তাকে কাজ করতে বলেছিল এটা শুধু শুনেছি। সরকার পরিবর্তনের পর এখন আমার কাছে বিলের জন্য চাপ দিচ্ছে। যেখানে আমি প্রকল্পই দেইনি, সেখানে বিল দেওয়ার প্রশ্নই আসে না।”
এম

Wordbridge School
Link copied!