• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১, ২০২৫, ০৬:১৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টিভির সোহান মাহমুদের ওপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, “দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। কিন্তু এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না। গোমস্তাপুরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।”

গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রহের সময় চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাদের ধাক্কাধাক্কি, লাঞ্ছনা ও মারধরের শিকার হতে হয়। হামলাকারীরা তাদের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করে।

মানববন্ধনে সিটিজেএ এর সহ-সভাপতি একেএস রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন। এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন— নূরে আলম আসাদ, অ্যাডভোকেট, চাঁপাইনবাবগঞ্জ।

বক্তারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

পিএস

Wordbridge School
Link copied!