রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৭ মিনিটে তাকে গর্তের প্রায় ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
উদ্ধারের পর শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা রাত ৯টা ৫০ মিনিটে সাজিদকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘শিশুটিকে প্রায় ৬০ ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে এবং দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
উদ্ধার অভিযানের পুরো সময় এলাকাবাসীর ভিড় ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সাজিদকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
-20251211170333.jpeg)






































