ছবি: প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর গর্ভবতী নারী ও তার পরিবার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন গর্ভবতী নারী ইতি বেগম সাংবাদিকদের বলেন, নার্সদের অবহেলার কারণে তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। তিনি জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে প্রসবব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু নার্সরা যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করেছেন। চিকিৎসা চাইলে তারা জানান, এখন ঘুমের সময়, যা হবে সকালে হবে।
ইতি বেগম বলেন, রাতে কোনো ডাক্তারও ছিলেন না। যদি নার্সরা সঠিকভাবে চিকিৎসা দিতেন, তার সন্তান বেঁচে থাকত। তিনি এই ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।
গর্ভবতী নারীর স্বামী মোহাম্মদ সাব্বির অভিযোগ করেছেন, হাসপাতালে নার্সদের সেবা ভালো না, রোগীদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেন এবং ধমক দিয়ে কথা বলেন। তিনি জানান, আজ তার সন্তান নার্সদের অবহেলার কারণে মারা গেছে। তাই নার্স শিরিন আক্তার ও শিপ্রা রানী মালাকারকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে শিরিন আক্তার জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। শিপ্রা রানী মালাকার ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, আমি অফিসে আসার আগেই ঘটনাটি ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































