• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনায় গরু চুরির প্রতিবাদে কৃষক ও খামারিদের রাস্তা অবরোধ


পাবনা প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৪২ পিএম
পাবনায় গরু চুরির প্রতিবাদে কৃষক ও খামারিদের রাস্তা অবরোধ

ফাইল ছবি

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ক্রমশ বেড়ে যাওয়ায় স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে। নিঃশব্দ হয়ে পড়া ক্ষতিগ্রস্থরা মঙ্গলবার দুপুরে কোলাদী চারা বটতলা, বড় বটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত রাস্তা অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ক্ষতিগ্রস্থ খামারীরা অভিযোগ করেন, গত দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। চোরদের বিষয়ে প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামী গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাষ্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন ও বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।

পাবনা সদর থানার ওসি মো. দুলাল হোসেন জানান, এখন পর্যন্ত কোলাদী এলাকায় একজন কৃষকের ৬টি গরু চুরির একটি অভিযোগ পাওয়া গেছে। মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি বলেন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার পরিবর্তে এলাকাবাসীর উচিত নিজেদের খামারের নিরাপত্তা ব্যবস্থা করা।

বিক্ষোভের মাধ্যমে স্থানীয়রা প্রমাণ করেছেন, গরু চুরি রোধে প্রশাসনের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে ক্ষতিগ্রস্থদের ক্ষোভ আরও বাড়তে পারে।

এসএইচ 

Wordbridge School
Link copied!