• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রামগঞ্জে আগুনে পুড়ে ৩ বসতঘর ছাই, শিশুর মৃত্যু


লক্ষ্মীপুর প্রতিনিধি জানুয়ারি ৬, ২০২৬, ০৮:২৬ পিএম
রামগঞ্জে আগুনে পুড়ে ৩ বসতঘর ছাই, শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একই বাড়ির আয়াত নামের চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে ঘটে। নিহত শিশুটি ওই বাড়ির দুলাল মিয়ার ছেলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহ্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে দুলাল ঘরের বাইরে গেলে ঘরে আগুন জ্বলে উঠতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশি শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরগুলোর মধ্যে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে দুটি খালি থাকলেও একটি সিলিন্ডারে গ্যাস ছিল। আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, ‘অর্ধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটি শিশু মারা গেছে।’

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তারা টিন ও আরও আর্থিক সহায়তা পাওয়ার আশ্বাসও দিয়েছেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!