• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭


জেলা প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৩৯ এএম
রংপুরে মদ পানে আরও তিনজনের মৃত্যু, মোট ৭

রংপুরে রেক্টিফাইড স্পিরিট অ্যালকোহল পান করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে গত তিন দিনে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। পুলিশ জানিয়েছে, এ ছাড়া আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় অ্যালকোহল পানের ঘটনায় সোমবার রাতেই নতুন করে দুইজনের মৃত্যু হয়। তারা হলেন—বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম।

এ ছাড়া বুধবার সকালে একই ঘটনায় স্পিরিট বিক্রেতা হিসেবে গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন মারা যান। তিনি ওই সময় রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, বদরগঞ্জের শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাদককারবারি জয়নাল আবেদীনকে ১৩ জানুয়ারি সন্ধ্যায় কারাগারে আনা হয়। কারাগারে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হলে বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১১ জানুয়ারি দিবাগত রাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদককারবারি জয়নাল আবেদীনের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট পান করে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। ওই সময় ঘটনাস্থলেই মারা যান বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা জেন্নাদ আলি (৩৫)।

একই ধরনের আরেকটি ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সোমবার সন্ধ্যায় নগরীর বালারবাজার এলাকায় অ্যালকোহল পান করে অসুস্থ হন মানিক চন্দ্র রায় (৬০)। তিনি সদর কোতয়ালী থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার বাসিন্দা ছিলেন। পরদিন দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, জয়নাল আবেদীনকে ১০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় বদরগঞ্জ ও হাজিরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, পুলিশের ধারণা—মৃতদের বাইরে আরও বেশ কয়েকজন মদ পানে অসুস্থ হয়ে পড়েছেন, যারা সামাজিক ভয়ের কারণে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

এম

Wordbridge School
Link copied!