• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় কর্মচারীকে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার


জেলা প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:০৬ এএম
তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় কর্মচারীকে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনের রিপন সাহা নামে এক কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফিলিং স্টেশনের সামনেই রিপন সাহা মারা যান। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

স্টেশনের কর্মচারীদের অভিযোগ, একটি জিপ গাড়ি (কালো রঙের ল্যান্ড ক্রুজার; ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়েই চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাঁধা দেন। এসময় তাকেই চাপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
 
পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে ৪টার দিকে গাড়িটি পাম্পে এসে তেল নেয়। গাড়ির পাশে তখন দাঁড়িয়ে ছিলেন শ্রমিক রিপন সাহা ও গাড়িমালিক আবুল হাসেম। কিছুক্ষণ পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। এরপর গাড়িটি টান দিলে সঙ্গে সঙ্গে রিপনও দৌড় দেন। এ সময় তাকে চাপা দিয়েই গাড়িটি চলে যায়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোরে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল একটি জিপ গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন তার লাশ মহাসড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের মাথা ও মুখ থেতলানো ছিল।

ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!