ফাইল ছবি
কুমিল্লা-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঋণখেলাপির অভিযোগের প্রেক্ষিতে তার মনোনয়ন বাতিল করা হয়।
শনিবার ১৭ জানুয়ারি বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।
এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের হয়ে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টা আপিল করেন।
শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে উত্থাপিত ঋণখেলাপির অভিযোগ গ্রহণযোগ্য বলে বিবেচনা করে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
এসএইচ







































