• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘আপু’ সম্বোধন করায় ক্ষিপ্ত ইউএনও শামিমা, নিন্দার ঝড়


লালমনিরহাট প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম
‘আপু’ সম্বোধন করায় ক্ষিপ্ত ইউএনও শামিমা, নিন্দার ঝড়

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে এক অনুষ্ঠানে আয়োজক কর্তৃক ‘আপু’ সম্বোধন করায় ক্ষিপ্ত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। ফোনালাপে ‘আমি আপনার আপু নই’ বলে হুঙ্কার দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি ও বিকেএসপিতে সুযোগ পাওয়া এক সদস্যের সংবর্ধনা উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান রাত ১১টা পেরিয়ে গেলে একাডেমির সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও। কথোপকথনের এক পর্যায়ে মিঠু ‘এক্ষুনি শেষ হয়ে যাবে, আপু’ বললে ইউএনও চরম উত্তেজিত হয়ে ওঠেন।

ইউএনও পাল্টা জবাবে বলেন, “আমি আপনার আপু নই, ফোর ইওর কাইন্ড ইনফরমেশন।” এরপর তিনি অনুষ্ঠানের অনুমতি নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর ভাষায় কথা বলেন। পরিস্থিতি বেগতিক দেখে আয়োজক মেহেরবান মিঠু তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করে অনুষ্ঠান বন্ধ করে দেন।

এ বিষয়ে মেহেরবান মিঠু বলেন, “জনগণের সেবক হয়ে সাধারণ মানুষের সাথে এমন আচরণ অনভিপ্রেত। আমি তাকে সম্মান দিয়ে ‘আপু’ বলেছি, কিন্তু তার এমন প্রতিক্রিয়া আমাদের মর্মাহত করেছে।”

তবে ইউএনও শামিমা আক্তার জাহান নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান করা বেআইনি। আমি শুধু বলেছি আমি তার আপু নই, তাকে ছোট করে কিছু বলা হয়নি।”

এসএইচ 
 

Wordbridge School
Link copied!