• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:২১ পিএম
ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র বুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটতে পারে।

আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্বজন রোগীকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি করে ভবন থেকে বের হন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!