• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণঅভ্যুত্থানে হত্যা মামলায় জাবির চাকুরিচ্যুত শিক্ষক জনি গ্রেপ্তার


সাভার (ঢাকা) প্রতিনিধি আগস্ট ২৩, ২০২৫, ০৫:৪৯ পিএম
গণঅভ্যুত্থানে হত্যা মামলায় জাবির চাকুরিচ্যুত শিক্ষক জনি গ্রেপ্তার

সাভার : নৈতিক স্খলনের দায়ে চাকুরিচ্যুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চাকুরিচ্যুত শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি সাভার মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপন ছিল। সম্প্রতি পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয় এবং গেল রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনিকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নৈতিক স্খলনের দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে চাকরিচ্যুত করে। মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন শিক্ষক থাকাকালীন সময়ে।

পিএস

Wordbridge School
Link copied!