ঢাকা : ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৩ জন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগাজিন, ৯৩টি এয়ার পিস্তল গুলি, সাত রাউন্ড গুলি, একটি টিপ চাকু এবং একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।
পিএস







































