• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২০, ০১:৪৯ পিএম
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকার মধ্যে প্রথমে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচানায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২১ লাখ ২১ হাজার ৫৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৩ কোটি ৫ লাখ ৯৮ হাজার টাকা।

তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স, তৃতীয় স্থানে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো), চতুর্থ স্থানে নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, পঞ্চম স্থানে এডিএন টেলিকম, ষষ্ঠ স্থানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সপ্তাম স্থানে স্কয়ার ফার্মসিউক্যালস, অষ্টম স্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, নবম স্থানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও দশম স্থানে ব্র্যাক ব্যাংক রয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!