• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
‘Prevention of Trade Based Money Laundering’

শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মশালা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২০, ০৫:১২ পিএম
শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

প্রতিনিধি

ঢাকা : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড গত ১২ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে) ‘‘Prevention of Trade Based Money Laundering’’ বিষয়ে এক কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) এম. আখতার হোসেন উক্ত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় কামাল হোসেন, ডিজিএম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং মোঃ খালিদ হোসেন, এসভিপি এন্ড ডিক্যামেলকো ও প্রধান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ উক্ত কর্মশালায় উপস্থিত থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে ২৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ বাণিজ্য ভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!