• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বাড়ার শীর্ষে ডমিনেজ স্টিল


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২০, ০৫:১৪ পিএম
দর বাড়ার শীর্ষে ডমিনেজ স্টিল

ফাইল ফটো

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ ডিসেম্বর) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতের নতুন কোম্পানি ডমিনেজ স্টিল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ছবি: ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনসর্ট

তথ্য অনুযায়ী, আজ কোম্পানিটিতে সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ হাজার ২৮০ বারে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ কোটি ৫০ লাখ ১ হাজার টাকা। 

এদিকে, গত সপ্তাহের সাপ্তাহিক লেনদেনেও দর বাড়ার শীর্ষে ছিলো ডমিনেজ স্টিল লিমিটেড। বিদায়ী সপ্তাহে ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর বাড়ে ৫৯.৫৬ শতাংশ। কোম্পানিটি সপ্তাহজুড়ে ১৬ কোটি ৮২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি ৬৫ হাজার ৬০০ টাকা।

ছবি: ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনসর্ট

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী আঁশের ৮ দশমিক ৭২ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ৮ দশমিক ৫৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সে ৮ দশমিক ৫৬ শতাংশ , এসএস স্টিলের ৭ দশমিক ৬৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭ দশমিক ৪৯ শতাংশ,  এশিয়া ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫ দশমিক ৮৫ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮২ শতাংশ ও ইস্টার্ন  লুব্রিকেন্টসের ৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!