• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মঙ্গলবার থেকে অনলাইনে খোলা যাবে বিও অ্যাকাউন্ট


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২১, ০১:৩৫ পিএম
মঙ্গলবার থেকে অনলাইনে খোলা যাবে বিও অ্যাকাউন্ট

ফাইল ফটো

ঢাকা : দেশ ও প্রবাসী অবস্থান করে অনলাইন মাধ্যমে এখন থেকে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলা যাবে। এলক্ষ্যে মঙ্গলবার অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিএসইসির কমিশনার মো. শেখ সামসুদ্দিন আহম্মেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। মঙ্গলবার ৩টায় বিএসইসির মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!