• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সপ্তাহ ব্যবধানে মূলধন কমেছে ৪ হাজার ৫২ কোটি টাকার বেশি


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৭:২৮ পিএম
সপ্তাহ ব্যবধানে মূলধন কমেছে ৪ হাজার ৫২ কোটি টাকার বেশি

ঢাকা: সদ্য সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলো বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার ৫২ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইট থেকে ১৪-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসইর বাজার মূলধন সদ্য বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৫৮ কোটি ২৮ লাখ টাকা। যা সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ফেব্রুয়ারি) লেনদেন শুরুকালে ছিল ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসই’র বাজার মূলধন কমেছে ৪ হাজার ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকা।

এর আগে সপ্তাহে (৭-১১ ফেব্রুয়ারি) ডিএসইর বাজার মূলধন কমেছিল ৯ হাজার ৫৯৩ কোটি ৬৩ লাখ ১৯ হাজার টাকা। ওই সপ্তাহ শেষে (১১ ফেব্রুয়ারি)ডিএসই’র বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকা। যা সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ ফেব্রুয়ারি) লেনদেন শুরুকালে ছিল ৪ লাখ ৭৯ হাজার ৩০৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকা। 

সদ্য বিদায়ী (১৪-১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। এর আগের সপ্তাহে (৭-১১ ফেব্রুয়ারি) এ লেনদেন হয়েছিলো ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩’শ ৫১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার টাকা। 

এদিকে, সদ্য সমাপ্ত সপ্তাহ (১৮ ফেব্রুয়ারি) শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৪৭৫ দশমিক ৯৮ পয়েন্টে। যা সপ্তাহের শুরুতে (১৪ ফেব্রুয়ারি) ছিলো ৫ হাজার ৪৮৫ দশমিক ০১ পয়েন্ট। 

পাশাপাশি শরিয়াহ সূচক ওই সময়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমে হয়েছে ১ হাজার ২৪২ দশমিক ৪৮ পয়েন্ট। যা সপ্তাহের শুরুতে ছিলো ১ হাজার ২৩৬ দশমিক ৩৩ পয়েন্ট। 

আর ওই সময়ে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১০৫ দশমিক ৫৭ পয়েন্ট। যা সপ্তাহ শুরুকালে ছিলো ২ হাজার ১১০ দশমিক ৬৯ পয়েন্ট।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!