• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

কৃষিতে কোটি টাকা বিনিয়োগে মিলবে আয়কর অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২১, ০৭:২৭ পিএম
কৃষিতে কোটি টাকা বিনিয়োগে মিলবে আয়কর অব্যাহতি

ফাইল ফটো

ঢাকা: নতুন অর্থবছর ২০২১-২২ সাল থেকে ২০২৯-৩০ সালের জুনের মধ্যে দেশের নতুন উদ্যোক্তা কৃষি তথা শাক-সবজি, ফল, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং দেশি কাঁচামলে কৃষি যন্ত্র উৎপাদনে ১ কোটি টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ১০ বছরের আয়কর অব্যাহতি সুবিধা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই বিনিয়োগের পরিমাণ হতে হবে ১ কোটি টাকা। আর অনুমোদন লাগবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। নির্দিষ্ট এই সময়ে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ এবং পণ্য নিম্নমানের প্রমাণিত হলে সুবিধা বাতিল হয়ে যাবে।  

অন্যদিকে, বর্তমানে যাদের এই খাতে বিনিয়োগে রয়েছে বা যারা নতুন কোনো সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করছে, তারা নতুন সুবিধার আওতায় আসবে না।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বিনিয়োগ এবং দেশি শিল্প উৎসাহিত করতে এই সুবিধা দেওয়া হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!