• ঢাকা
  • শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

বাজার মূলধনে নতুন মাইলফলকের রেকর্ড গড়ল ডিএসই


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২১, ০৭:৫০ পিএম
বাজার মূলধনে নতুন মাইলফলকের রেকর্ড গড়ল ডিএসই

ফাইল ফটো

ঢাকা: বর্তমান কমিশনে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। তাই এর ইতিবাচক ধারায় দিন দিন চাঙ্গা হচ্ছে দেশের শেয়ারবাজার। সেই দৌঁড়ে তাল দিয়ে একের পর এক রেকর্ডও গড়ে যাচ্ছে দেশের স্টক মার্কেট। এবার তো করোনা মহামারির মধ্যেই দেশের শেয়ারবাজার বিশ্বসেরা হয়েছে। বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে অধ্যাপক শিবলী রুবাইয়াতের নেতৃত্বও।

এবার সেই ইতিবাচক ধারা বহন করেই দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) বাজার মূলধনের দৌঁড়ে নতুন মাইলফলকে পৌঁছে রেকর্ড গড়লো। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে সোমবার (২১ জুন) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৮৭ কোটি ২১ লাখ টাকায়। এর মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ডিএসই।

এর আগে কখনো বাজার মূলধন এতটা বাড়েনি। এর আগে চলতি বছরের শুরুতে বাজার মূলধন ৫ লাখ কোটি টাকা অতিক্রম করলেও পরে তা বেশি দূর এগোতে পারেনি।

বেশকিছু দিন ধরে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় লেনদেন, সূচক এবং বাজার মূলধন ধারাবাহিকভাবে বাড়ছে। এর ধারাবাহিকতায় আজ সোমবার বাজার মূলধনে নতুন রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

এদিকে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ১২৫ পয়েন্টে পৌঁছেছে। ডিএসইতে এ সূচকটি ৩ বছর ৪ মাস ৭ দিন বা ৭৭০ কার্যদিবস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল।

সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানামুখী ইতিবাচক উদ্যোগ নেওয়ায় শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা দিন দিন বাড়ছে। ফলে, দীর্ঘদিন শেয়ারবাজারের বাইরে থাকা বিনিয়োগকারীরা বাজারে আসছেন। বাজারে লেনদেন বাড়ছে। একই সঙ্গে বাজার মূলধনের পরিমাণ দিন দিন বেড়ে রেকর্ড সৃষ্টি হচ্ছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!