• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

এক বছরে নারী বিনিয়োগকারী কমেছে সাড়ে ২৪ হাজার


নিজস্ব প্রতিনিধি জুলাই ৪, ২০২১, ০২:৪১ পিএম
এক বছরে নারী বিনিয়োগকারী কমেছে সাড়ে ২৪ হাজার

ফাইল ছবি

ঢাকা : ক্রমবর্ধমান শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও গত ২০২০-২১ অর্থবছরজুড়ে কমেছে ১৯ হাজারেরও বেশি। আর শুধুমাত্র চলতি বছরের প্রথম ৬ মাসেই কমেছে প্রায় ১৬ হাজার। এর মধ্য পুরুষের তুলনায় নারী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে চোখে পড়ার মতো। অর্থবছরজুরে দেশে নারী বিনিয়োগকারী কমেছে প্রায় সাড়ে ২৪ হাজার। যার মধ্যে চলতি বছরের প্রথম ৬ মাসেই ৮ হাজারেরও বেশি। 

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যমতে, ২০২০-২১ অর্থবছর শুরুর আগে শেয়ারবাজারে বিনিয়োগকারী বা বিও হিসেবধারীর সংখ্যা ছিলো ২৫ লাখ ৫৫ হাজার ৫১১ জন। যা অর্থবছর শেষে দাঁড়িয়েছে ২৫ লাখ ৩৬ হাজার ৪৩১ জনে। সে হিসেবে অর্থবছরজুড়ে শেয়ারবাজারের বিনিয়োগকারী কমেছে ১৯ হাজার ৮০ জন।  আর শুধুমাত্র চলতি বছরের ৬ মাসেই কমেছে ১৫ হাজার ৭৩৭ জন। ২০২০ এর ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিলো ২৫ লাখ ৫২ হাজার ১৬৮ জন।

২০২০-২১ অর্থবছরজুড়ে দেশি হিসেবধারীর সংখ্যা কমেছে ১৭ হাজার ৯০ জন। যা অর্থবছর শুরুর আগে ছিলো ২৩ লাখ ৯৭ হাজার ৯৬৪ জনে। আর শেষে দাঁড়িয়েছে ২৩ লাখ ৮০ হাজার ৮৭৪ জনে।
 
আর চলতি বছরের ৬ মাসে দেশি বিনিয়োগকারী কমেছে ১ হাজার ২১২ জন। যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিলো ২৩ লাখ ৮২ হাজার ৮৬ জনে। আর ২০২১ এর জুন শেষে দাঁড়িয়েছে ২৩ লাখ ৮০ হাজার ৮৭৪ জনে।

এদিকে অর্থবছরজুড়ে প্রবাসী হিসেবধারীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩২৯ জন। যা অর্থবছর শুরুর আগে ছিলো ১ লাখ ৪৪ হাজার ১৭৯ জনে।  আর শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জনে।

পাশাপাশি চলতি বছরের প্রথম ৬ মাসে প্রবাসী বিনিয়োগকারী কমেছে ১৫  হাজার ৯ জন। যা ২০২০ সালের ডিসেম্বর শেষে ছিলো ১ লাখ ৫৫ হাজার ৮৫৯ জনে। আর ২০২১ এর জুন শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জনে।

তথ্যমতে, অর্থবছর শুরুর আগে ব্যাক্তি শ্রেণীর বিও হিসাবধরীর সংখ্যা ছিলো ১৬ লাখ ২২ হাজার ৭৩৯ জন।  যা অর্থবছর শেষে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার ৯০৮ জনে।  সে হিসেবে অর্থবছরজুড়ে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ১৬৯ জন। যার মধ্যে চলতি বছরের প্রথম ৬ মাসেই বেড়েছে ১১ হাজার ৫১৩ জন। ২০২০ এর ডিসেম্বর শেষে এই সংখ্যা ছিলো ১৬ লাখ ২৯ হাজার ৩৯৫ জন। 

২০২০-২১ অর্থবছর শেষে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৪৪৯ জনে এবং নারী হিসাবধারীর সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ২৭৫ জনে। যা অর্থবছর শুরুর আগে ছিলো যথাক্রমে ১৮ লাখ ৬৫ হাজার ৩৯১ এবং ৬ লাখ ৭৬ হাজার ৭৫২ জনে। আর ২০২০ এর ডিসেম্বর শেষে পুরুষ হিসেবধারীর সংখ্যা ছিলো  ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯ জনে এবং নারী বিনিয়োগকারীর সংখ্যা ছিলো ৬ লাখ ৬০ হাজার ৩৬৪ জনে।  

সে হিসেবে ২০২০-২১ অর্থবছরজুড়ে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা ৪ হাজার ৫৮ জন বৃদ্ধি পেলেও নারী বিনিয়োগকারী কমেছে তাক লাগানোর মতো। আলোচ্য সময়জুড়ে নারী বিনিয়োগকারী কমেছে ২৪ হাজার ৪৭৭ জন। এর মধ্যে চলতি বছরের ৬ মাসেই কমেছে ৮ হাজার ৮৯ জন। আর ২০২১ এর প্রথম ৬ মাসে পুরুষ বিনিয়োগকারী কমেছে ৮ হাজার ৫২০ জন। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!