• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কঠোর বিধি-নিষেধের প্রথম কার্যদিবসে উত্থানে শেয়ারবাজার


নিজস্ব প্রতিনিধি জুলাই ৫, ২০২১, ০২:০৬ পিএম
কঠোর বিধি-নিষেধের প্রথম কার্যদিবসে উত্থানে শেয়ারবাজার

ছবি : সংগৃহীত

ঢাকা : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে বৃহস্পতিবার থেকে চরমান কঠোর বিধি-নিষেধের পর প্রথম কার্যদিবসে উত্থানে ফিরেছে দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। 

সোমবার  (৫ জুলাই)  ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৩২৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২২২৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৮টি, কমেছে ১১২টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে ১ হাজার ৫২৯ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, দেশে চলমান কঠোর বিধি-নিষেধ উপলক্ষে ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে দেশের উভয় শেয়ারবাজারে সাপ্তাহিক ছুটি একদিন বাড়িয়ে ৩ দিন করা হয়েছে। ফলে শেয়ারবাজারে আজ সোমবার সপ্তাহে ৪ দিন লেনদেন হবে। পাশাপাশি লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। কঠোর বিধি-নিষেধ কালীন সময়ে দেশের উভয় শেয়ারবাজারে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!