• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বগুড়া শাখা স্থানান্তর


নিজস্ব প্রতিনিধি জুলাই ৫, ২০২১, ০৩:৪৫ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের বগুড়া শাখা স্থানান্তর

প্রতিনিধি

ঢাকা : উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ-এর বগুড়া শাখা সোমবার (৫ জুলাই) থেকে নতুন ঠিকানায় (বিটু টাওয়ার-২য় তলা, হোল্ডিং নং-৭৯১, রংপুর রোড, বড় গোলা, বগুড়া সদর, বগুড়া) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। 

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, সিআইপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন। 

গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। নভেল করোনা ভাইরাস জনিত কারণে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে অতি স্বল্প পরিসরে শাখা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ-সহ কিছু সংখ্যক গ্রাহক এবং শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!