• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিকাশকে বিও একাউন্টে যুক্ত করার ব্যপারে ভাবছে ডিএসই


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২২, ১২:১৫ পিএম
বিকাশকে বিও একাউন্টে যুক্ত করার ব্যপারে ভাবছে ডিএসই

ছবি : সংগৃহীত

ঢাকা: বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো প্রতিষ্ঠানগুলোকে বিও অ্যাকাউন্টের (বেনিফিশিয়ারি ওনার্স) সঙ্গে যুক্ত করার চিন্তা করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। 

সোমবার (৩১ জানুয়ারি) থ্রিআই সিকিউরিটিজের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া একথা জানিয়েছেন। 

তিনি বলেন, যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশ,নগদ,রকেট,উপায়ের মাধ্যমে লেনদেন করতে পারে, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই যাদের ব্যাংক একাউন্ট নেই, তারাও শেয়ারবাজারে আসুক।

তিনি বলেন, যেখানে জিডিপি ৪০৯ বিলিয়ন ডলার। সেখানে আমাদের মার্কেট ৭০ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে আমাদের মার্কেট সাইজ জিডিপির ২০ শতাংশেরও কম। আমরা মার্কেটের সাইজটা জিডিবির সঙ্গে সমন্বয় করে বাড়ানোর জন্য কাজ করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থ্রিআই সিকিউরিটিজের সিইও ইস্তাক আহমেদসহ অনেকে।

উল্লেখ্য, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আরও চারটি নতুন ট্রেকহোল্ডার যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে লেনদেনের চুড়ান্ত অনুমোদন দিয়েছে ডিএসই।

প্রতিষ্ঠান চারটি হলো-থ্রিআই সিকিউরিটিজ,রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট, সোনালী সিকিউরিটিজ এবং মোনার্ক হোল্ডিংস লিমিটেড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে থ্রিআই সিকিউরিটিজ এবং রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট লেনদেন শুরু করবে আজ সোমবার (৩১ জানুয়ারি)। আর ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস এবং ইউনুছ গ্রুপের সোনালী সিকিউরিটিজে লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি)।

থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-260/2021/551, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে RSZ.

রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-288/2021/557, dated Dec 02, 2021 and Stock-Dealer Registration Certificate No.: Reg.-3.1/DSE-288/2021/558, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে DLRRML.

সোনালী সিকিউরিটিজের Registration Certificate No. Reg.-3.1/DSE-261/2021/553, dated Dec 02, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে SON.

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের Registration Certificate No. Reg.-3.1/DSE-252/2021/565, dated Dec 12, 2021 and Stock-Dealer Registration Certificate No.: Reg.-3.1/DSE-252/2021/566, dated Dec 12, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে DLRMHL.

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!