• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পদ্মা অয়েলের সাথে লুকিল মেরিনের চুক্তি সই


নিজস্ব প্রতিনিধি মার্চ ১, ২০২২, ০৭:৪১ পিএম
পদ্মা অয়েলের সাথে লুকিল মেরিনের চুক্তি সই

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড ও লুকিল মেরিন লুব্রিকেন্টস ডিএমসিসির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই, জুমেরিয়া লেক টাওয়ারে লুকিল ব্রান্ড লুব্রিকেন্টস মার্কেটে চুক্তি সই হয়।

কোম্পানিটি জানায়, লুকিল ব্রান্ডের লুব্রিকেন্টস বিক্রি করে কোম্পানিটির আয় বেড়ে যাবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, পদ্মা অয়েল লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৮০ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ২০ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮০ টাকা ৮ পয়সা।

সোনালীনিউজ/এএইচ

Wordbridge School
Link copied!