• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সাপ্তাহিক লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষ দশে সোনালী পেপার


নিজস্ব প্রতিনিধি মার্চ ৫, ২০২২, ০২:৫৯ পিএম
সাপ্তাহিক লেনদেন ও দর বৃদ্ধির শীর্ষ দশে সোনালী পেপার

ফাইল ছবি

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন এবং দর বৃদ্ধির শীর্ষ দশের দুই তালিকায় স্থান করে নিয়েছে সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে মোট ৩ হাজার ৪৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সাপ্তাহিক শীর্ষ দশে সোনালী পেপার তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ৩৫ লাখ টাকা।

লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ারটেক, ইউনিয়ন ব্যাংক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং। 

দর বৃদ্ধি বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় সোনালী পেপার ৮ম অবস্থানে। গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকা।

দর বৃদ্ধি শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো, সানলাইফ ইনস্যুরেন্স, সুরউইড ইন্ডাস্ট্রিজ, তাকওয়াফুল ইসলামী ইনস্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, বিডি থাই ফুড, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, ইভিন্স টেক্সটাইল, প্রাইম ইসলামী লাইফ, একমি পেস্টিসাইড। 

সর্বশেষ তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ১৩ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১১ টাকা ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৪৬ টাকা ৯০ পয়সা।

সোনালীনিউজ/এএইচ

Wordbridge School
Link copied!