• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২০, ২০২২, ০৪:১৪ পিএম
সোনালী পেপারের রাইট শেয়ার অনুমোদন

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার আবেদন অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮২১তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোম্পানিটি ১ অনুপাত ২ হারে রাইট শেয়ার ইস্যু করবে। এতে যেসব শেয়ারহোল্ডারের কাছে কোম্পানিটির ২টি সাধারণ শেয়ার থাকবে এর বিপরীতে সেসব শেয়ারহোল্ডার ১টি করে রাইট শেয়ার পাবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। 

কোম্পানিটি মোট ১ কোটি ৯ লাখ রাইট শেয়ার ছেড়ে কোম্পানিটি বাজার থেকে ১০ কোটি ৯৮ লাখ টাকা সংগ্রহ করবে। পরবর্তী সময়ে এ টাকা দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয় করবে।

ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) ২৩৫ টাকা ২৭ পয়সা।

জানা যায়, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ অ্যালুমিনিয়াম ফুড কনটেইনার বক্স উৎপাদন করার সিদ্ধান্ত নেয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ফুড কনটেইনার বক্স উৎপাদন করার লক্ষ্যে কোম্পানিটির কারখানায় নতুন মেশিন স্থাপন করা হবে। নতুন পণ্যটির ইউনিট চালু করতে এর মেশিন আমদানির জন্য চীনা কোম্পানি জ্যাঙ্গজিয়াগ্যাং ফাইন্যান্স অ্যালুমিনিয়াম ফুয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কোম্পানিটি।এছাড়া নতুন মেশিন স্থাপনের মাধ্যমে কোম্পানিটি দৈনিক এক লাখ অ্যালুমিনিয়াম ফুড কনটেইনার বক্স উৎপাদন করতে সক্ষম হবে বলে জানা গেছে।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ নগদ লভ্যাংশ এবং বাকি ২০ শতাংশ বোনাস।

সোনালীনিউজ/এএইচ/এলএ

Wordbridge School
Link copied!