• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি জুন ২, ২০২২, ০১:১১ পিএম
তেলের দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বরং দাম কমবে। বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্বিতীয় চা দিবস ২০২২’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম কমার প্রভাব দেশে পড়তে এক থেকে দেড় মাস সময় লাগবে। সুখবর হলো পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে।

তিনি বলেন, ৬-৭ দিনের মধ্যে সভায় আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে। তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই। আমার ধারণা দাম কমবে।

পাম অয়েলের দামে যথেষ্ট প্রভাব পড়বে এবং সয়াবিনের দামও অতটা বাড়বে না বলে জানান মন্ত্রী।

চালের দামের বিষয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, চাল নিয়ন্ত্রণ করে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির আটটি টিম ইতোমধ্যে কাজ শুরু করছে। সুফল পেতে হলে সময় দিতে হয়। তারা এ সপ্তাহের মধ্যে আরও ভালো অবস্থানে নেবে।

দেশে চালের অভাব নেই বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এছাড়া মোটা চাল খেতে চায় না মানুষ। মোটা চাল চিকন করে সেগুলো খাওয়া হচ্ছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!