• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে ঢুকছে কাঁচা মরিচ


সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই ২, ২০২৩, ০৬:২৯ পিএম
ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে ঢুকছে কাঁচা মরিচ

সাতক্ষীরা: ঈদের ছুটিতে পাঁচদিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে রোববার (২ জুলাই) দুপুর পর্যন্ত কাঁচা মরিচ ভর্তি ৬টি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করেছে। ট্রাক প্রতি ১০ মেট্রিক টন করে ৬টি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন কাঁচা মরিচ ছিলো। 

সন্ধ্যায় আরো কিছু কাঁচা মরিচের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন সিএন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, সকাল থেকে এপর্যন্ত মোট ৬টি কাঁচা মরিচের ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। সন্ধ্যায় আরো কয়েকটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করতে পারে।

তিনি আরো জানান, কাঁচা মরিচ আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে এর দাম কমবে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন, সকাল থেকে ৬টি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। ধীরে ধীরে আরো কয়েকটি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করবে। একটু সময় লাগবে।

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচ ৪শ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ ভোমরা দিয়ে কিছু কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। ইতোমধ্যে দাম কমতে শুরু করেছে। দু-একদিন গেলে একেবারে ৫০ থেকে ৬০ টাকায় চলে আসবে বলে জানান তিনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!