• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমেছে সবজির দাম, ভিড় মাংসের দোকানে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৩, ১২:৪৬ পিএম
কমেছে সবজির দাম, ভিড় মাংসের দোকানে

ঢাকা: শীতের আগমনের সঙ্গে বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। ৮০ টাকার ঘর থেকে নেমে বাজারের অধিকাংশ সবজির দাম এখন পঞ্চাশের ঘরে। অনেকটা কমে এসেছে গরুর মাংসের দাম। তাই সপ্তাহের ছুটির দিনে মাংসের দোকানে ভিড়ও একটু বেশি। 

শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

শীতের সবজিতে বাজার যখন পূর্ণ। তখন শিম, কপি থেকে শুরু করে সকল সবজির দামই কমে এসেছে। ঝাঁজ কমেছে কাঁচামরিচের।

তবে আগের অবস্থাতেই আছে আলুর দাম। নতুন আলুর দাম শতকের ঘর থেকে নেমে ৮০ টাকা হয়েছে। তবে পুরনো আলু তার জায়গা ধরে রেখেছে। বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

সবজির বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। গোল বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। যা দুই সপ্তাহ আগেও ৮০ টাকার ঘরে ছিল। 

বাজারে পেঁপের কেজি ৩০ টাকা। কচুর লতি ৫০ টাকা। শীতের সবজি শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

 দাম না বাড়লেও আকার বেড়েছে ফুলকপি ও বাঁধাকপির। আগের মতোই ৩০ থেকে ৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে এই সবজি। তবে আগের চাইতে আকার প্রায় দ্বিগুণ হয়েছে। 

একই সঙ্গে মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা পিস দরে। টমেটোর কেজি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।

কাঁচামরিচের ঝাঁজ কমেছে। এ সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। লেবুর হালি ২০ টাকা।

কমে এসেছে ডিমের দাম। শুক্রবার আকারভেদে ব্রয়লার মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে।

ডিমের বাজারে শীতের আবহ চাহিদা বাড়িয়েছে হাঁসের ডিমের। হালি ৮০ টাকা। 

সবজির দাম অনেকটা নিয়ন্ত্রণে আসার পাশাপাশি দাম কমেছে মাংসের। দুইশো টাকার ঘর থেকে নেমে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী।

৮০০ টাকার ঘর থেকে নেমে ঢাকা উদ্যান বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। সপ্তাহিক ছুটির দিনে গরুর মাংসের দোকানে ভিড়ও চোখে পড়ার মতো। 

এমএস

Wordbridge School
Link copied!