• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
টাকা-ডলার অদল বদল

রিজার্ভ পৌঁছালো ২৭ বিলিয়ন ডলারে


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৪, ১১:০৯ এএম
রিজার্ভ পৌঁছালো ২৭ বিলিয়ন ডলারে

ঢাকা : বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের টাকা-ডলার অদলবদল (সোয়াপ) সুবিধা চালুর ফলে বিদেশি মুদ্রার রিজার্ভের পালে হাওয়া লেগেছে দেশের মুদ্রার। ডলার বিক্রি অব্যাহত থাকলেও বেড়েই চলেছে রিজার্ভ।

গত ৪ মার্চ রেমিট্যান্সের ইতিবাচক ধারা ও ব্যাংকগুলোর কারেন্সি সোয়াপের পর দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

এর আগে ১৫ ফেব্রুয়ারি টাকার সঙ্গে ডলার অদল বদল  বা সোয়াপ ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডলার–টাকা অদল বদল করতে পারছে। সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ৯০ দিনের জন্য টাকা-ডলার অদলবদলের এ ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, ‌‘টাকা–ডলার অদল বদল উভয় পক্ষের জন্যই লাভ জনক। কারণ, উদ্বৃত্ত ডলারের বিপরীতে ব্যাংকগুলো তাৎক্ষণিকভাবে টাকা পেয়ে যাবে। আবার নির্ধারিত সময় পর টাকা ফেরত দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সমপরিমাণ ডলার পেয়ে যাবে। ফলে কেন্দ্রীয় ব্যাংকে ডলার জমা হওয়ায় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও।’

এমটিআই

Wordbridge School
Link copied!