• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

ফারজানা লালারুখের যোগদান, বিএসইসির কমিশন পূর্ণতা লাভ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৩:৫২ পিএম
ফারজানা লালারুখের যোগদান, বিএসইসির কমিশন পূর্ণতা লাভ

অধ্যাপক ফারজানা লালারুখ

ঢাকা : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ফারজানা লালারুখ কাজে যোগদান করেছেন।এর ফলে বিএসইসির কমিশন পূর্ণতা লাভ করলো।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ফারজানা লালারুখ অর্থ মন্ত্রণালয়ে যোগদান প্রক্রিয়া শেষ করেন। এরপর দুপুর ১২টার দিকে তিনি অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বিএসইসিতে আসেন।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান ও ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পতনের পরে ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। তবে আগে নিয়োগ দেওয়া এ টি এম তারিকুজ্জামান ও মোহাম্মদ মহসিন চৌধুরী কমিশনার পদে রয়ে যান।

এমটিআই

 

Wordbridge School
Link copied!